তোমার ধারণার বাহিরের কেউ। শুধু শুধু কে হতে পারে চিন্তা করে সময় নষ্ট করো না

 From: তোমার ধারণার বাহিরের কেউ। শুধু শুধু কে হতে পারে চিন্তা করে সময় নষ্ট করো না । (Buet-24) 



To: Fariha Bushra Tanisha (EEE, Buet-22) 

প্রথমেই তোমাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা দিনের শুরুটা উপহার দেওয়ার জন্য ।আজকে সকাল ফেসবুকে আসার সাথে সাথে তোমার story টা চোখে পড়লো। আমি মনে হয় ৪০-৫০ টা কেয়ার রিয়েক্ট দিয়েছি। আমার কাছে গত একবছর ধরে মনে হচ্ছে আমি কাউকে খুজতেছি  , তোমার আইডিতে গিয়ে যখন দেখলাম তোমার Bio তে viqi লেখা তখন মনে হলো গত একটা বছর ধরে আমি তোমাকেই খুজতেছিলাম। 

তোমার সম্পর্কে বিশেষ ভাবে বর্ণনা করার ভাষা আমার জানা নেই, কারন তুমি এক কথায় অপরূপ । তবে তোমার গরুর মতো টানা টানা চোখ গুলোর কথা আলাদা করে না বললেই নয়, কি অসাধারণ লাগে। তোমার এই ছবিতেই তোমার চোখের দিকে তাকিয়ে কতক্ষন ছিলাম জানি না; মনে হয় অনেক কম সময় কিন্তু কারোও স্টোরি দেখার পর যখন দেখলাম আধা ঘণ্টা শেষ , আমার মনে হয়েছে আমাক উপর ছবিটা যাদু করেছে। "ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ" নিঃসেন্দহে দেশের সেরা একটা শিক্ষা প্রতিষ্ঠান।  আমার কলেজ ঐ স্কুলের পাশেই। পুরো নাম বলবো না, কিন্তু ছোটো করে বলি- HBUC") তোমার সাথে হয়তো দেখা হতো যদি HSC এর সময় ৩ বছর হতো! কিন্তু এখনো সেই সূযোগ আছে। সেটা কিভাবে তা পরে জানাচ্ছি, তবে তোমার চোখের মায়ায় পড়ে গেছি , স্কিনশর্ট নিয়ে রাখছি। যখন মন চায় দেখতে পারবো। মানুষ কি জন্য বুয়েটে পড়তে চায় কে জানে ! আমার তো পড়ালেখা করতেই ভালো লাগে না! কিন্তু তবুও পড়তে হবে। পরিবারের জন্যে হলেও পড়তে হবে কিন্তু এত দিনে নিজের পড়ালেখা করার কারন বুঝতে পারছি । তোমাকে আবারো ধন্যবাদ (2) , হয়তো তুমিই আমার মোটিভেশন হিসেবে কাজ করবে। তোমার সাথে পড়ার জন্য হলেও আমাকে পড়তে হবে। তোমাকে কাছে থেকে দেখার জন্য হলেও পড়তে হবে । তোমার চোখে ডুবে থাকার জন্য হলেও আমাকে পড়তে হবে । তোমাকে পেতেই হবে তাই বুয়েটে চান্স পেতেই হবে। অনেক সময় নস্ট করছি আর না। শুরু করতেছি পড়াশোনা, আসতেছি বুয়েটে চান্স ও পাবো তোমাকেও...... থাক দিবা সপ্ন বেশি দেখা হয়ে যাচ্ছে। তোমাকে নিয়ে চাইলে গান রচনা করতে পারতাম, কবিতা লিখতে পারতাম । কিন্তু এগুলো করে হয়তো কোনো লাভ নেই। সাহিত্যে জীবন চলে না। তোমাকে পেতে হলে PCM  এ 90% Mark's লাগবে ; তারপর প্রিলিতে টিকতে হবে আবার Written এ পাস করা লাগবে। তারপর কোনো একদিন বুয়েট এর মেইন গেট দিয়ে প্রবেশ করার সময় হয়তো তোমার সাথে ধাক্কা লাগবে। ( মনে হয় লাগবে না, তুমি নিজে থেকেই ধাক্কা দিও ) তোমার হাতে থাকা প্রজেক্ট ভেঙে যাবে। আমি তো CSE তে পড়বো কিন্তু তবুও তোমার প্রজেক্ট ঠিক করার জন্য তোমাকে সাহায্য করার নাটক করবো আর এভাবেই তোমার সাথে আমার পরিচয় হবে।  

বুয়েটে অত্যন্ত মেধাবীরা পড়ে হয়তো সেখানে কেউ প্রেম করে না। কিন্তু আমরা প্রেমহীন বুয়েটকে প্রেমময় করে তুলবো। জানি না, তোমাকে বাস্তবে দেখলে তোমার চোখের দিকে তাকিয়ে থাকলে তুমি কি মনে করবে!

 কিন্তু আমি তাকিয়েই থাকবো তারপর যা হবার হবে ।

ভালো থেকো & আমার মোটিভেশন হয়ে থেকো।

Post a Comment

নবীনতর পূর্বতন

Smartwatchs