মাত্র নয় মাসে ছেলেটা কিভাবে পলেন মন্ত্রণালয়ের সরকারি চাকরি
#মাত্র নয় মাসেই সরকারি চাকরি
------------------------_-------
কথাটা এক বছর আগের, আমার একটা ছেলের সাথে পরিচয় হয়, ছেলেটা একটা মন্ত্রণালয়ে চাকরি করতো! সে মাত্র দুই মাস চাকরি পাইছে, কিন্তু অবাক করা বিষয়টি হলো যে সে মাত্র এগারো মাস আগে ঢাকাতে আসছে। আমি তার কাছে জানতে চাইলাম কিভাবে এতো তাড়াতাড়ি চাকরি পাইলেন? সে বললো এর পিছনে অনেক কথা আছে পরে সে সব ঘটনা খুলে বললো আমায়......
আমার একটা রিলেশন ছিলো, আমার প্রেমিকার বাড়ি ছিলো আমার বাড়ির পাশেই, ছোট বেলা থেকেই মেলামেশা ছিলো কিন্তু প্রেম নয়, বড় হওয়ার পড় সেটা ভালোবাসায় রূপ নেয় ৬ বছর সুন্দর ভাবেই চলছিলো আমাদের রিলেশন কিন্তু তার বিয়ের জন্য পরিবার থেকে পাত্র দেখতে শুরু করে তাই আমার পরিবারে বললে সেটা সহজে মেনে নেয় এবং তাদের বাড়িতে বিয়ের বিষয় কথা বলতে যায়, কিন্তু সমস্যা ছিলো মেয়ের পরিবার আমাদের থেকে ধনি ছিলো!
আমার পরিবার যখন তাদের বাড়িতে গেল তখন তারা চরম ভাবে তাদের অপমান করলো এবং তার পর ও তারা ছাড়ে নাই তারা এলাকায় বলতে লাগলো যে আমার পরিবার আমাকে তাদের সম্পত্তির লোভে তাদের মেয়েকে ব্যবহার করছে এতে আমার পরিবারের অনেক সন্মান নষ্ট হলো, আর হা তখন আমিি বাড়িতে থাকতাম কোন চাকরি না, আমি চাই নি আমার পরিবার আর অপমানিত হোক সেজন্য আমি ঢাকা চলে আসি এবং তার আগে তাকে বিয়ে দিয়ে দেয় |তারপর আমি শুধু বাবা মায়ের কথা মনে করে পড়তে থাকি এবং তার ৮মাস ১৩ দিনের মাথায় চাকরি পায়ছি
কিন্তু আজ বাবা মায়ের হারানো সন্মান ফেরত দিতে পারছি. এটাই আমার পাওয়া সে ও তার পরিবার নিয়ে খুশিতেই আছে
একটি মন্তব্য পোস্ট করুন